• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতফেরত ৯৭ জনের মধ্যে করোনায় শনাক্ত ৩

প্রকাশিত: মে ২০, ২০২১, ০৬:৩৪ পিএম

ভারতফেরত ৯৭ জনের মধ্যে করোনায় শনাক্ত ৩

মাগুরা প্রতিনিধি

মাগুরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৯৭ জনের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মে) জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, করোনা পরীক্ষার জন্য বুধবার (১৯ মে) ৯৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৬৭ জনের রিপোর্ট হাতে এসে পৌঁছে। এতে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনো আসেনি। তবে আক্রান্ত তিনজনের ভাইরাসটি ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সেটি নিশ্চিত হতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে। 

করোনাভাইরাস শনাক্ত তিনজনকে মাগুরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান তিনি। 

গত ৮ ও ৯ মে ভারতফেরত ১০১ জনকে মাগুরার হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়। যার মধ্যে চারজন অন্যান্য রোগে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাদের মধ্যে দুইজনকে খুলনা ও দুইজনকে চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে মাগুরার তিনটি হোটেলে ৯৭ জন কোয়ারেন্টিনে আছেন।

টিআর/এম. জামান
আর্কাইভ