• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃত্যুহীন দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৬৬ জন হাসপাতালে

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১২:৫২ এএম

মৃত্যুহীন দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৬৬ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৬ জন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৪৭ জন। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪১২ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন ১০৫ জন।

আইএ/

আর্কাইভ