• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরান পুলিশের বিরুদ্ধে মামলা করলো মাহসা আমিনির পরিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৫১ এএম

ইরান পুলিশের বিরুদ্ধে মামলা করলো মাহসা আমিনির পরিবার

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইরান পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাহসা আমিনির পরিবার। দেশটির কঠোর ড্রেস কোড অমান্য করায় যেসব পুলিশ তাদের মেয়েকে গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে এই হামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের আইনজীবী সালেহ নিকবখত । বুধবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য ডন ।

সংবাদ সংস্থা ইসনাকে আইনজীবী সালেহ নিকবখত বলেন, ‘তাদের মেয়ের গ্রেফতার করা অপরাধীদের বিরুদ্ধে’ এবং পুলিশের যে সদস্যরা তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখনো পর্যন্ত সব মিলিয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর ড্রেস কোড না মানার অভিযোগে মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেফতার করেছিল ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে মাহসার। এরপরই দেশটিতে হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ