• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৫:৩২ পিএম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেলেন রাজধানীবাসী। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শুরু হয় স্বস্তির বৃষ্টি। সঙ্গে হালকা বাতাস। এই বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছেন রাজধানীবাসী।

আবহাওয়া অধিদফতর জানায়, বৃষ্টিতে গরম কিছুটা কমবে। এতে স্বস্তি ফিরবে জনজীবনে। বৃষ্টি হলে তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস কমবে। মঙ্গলবার সকাল থেকেই ছিল কড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে টেকা দায় হয়ে পড়েছিল। তবে সেই অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি দিয়েছে শেষ দুপুরের বৃষ্টি।

সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, ঢাকায় আজ (১৮ মে) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি ঢাকার কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নূর/সিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ