• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহ আমানতে ৭৩ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রা জব্দ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৭:৩৪ পিএম

শাহ আমানতে ৭৩ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী যাত্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী। তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন।

শনিবার (৫ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম গোয়েন্দা সুত্র জানায়,  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম বিমানবন্দরের একটি দল এদিন ভোর সাড়ে ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই এর সহায়তায় শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম আটক করে। যার বাংলাদেশি মূল্য ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা। 

জানা যায়,  মোহাম্মদ আলী এ বছর মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে শুল্ক গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ