
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১১:০১ এএম
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করেন।
‘দাঁড়িপাল্লা’ স্লোগান দিতে দিতে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন। মাথায় জেলার নাম, কপালে জামায়াতের লোগো আর গায়ে লেখা সাদা গেঞ্জি ও পাঞ্জাবি পরে অনেককে দেখা যায়। গেঞ্জিতে লেখা ছিল— ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।
উত্তরবঙ্গের কর্মীদের বাস রাখা হয়েছে মানিক মিয়া এভিনিউতে, সেখান থেকে তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর দীর্ঘ মিছিল ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, দক্ষিণবঙ্গের নেতাকর্মীরা ঢাকামেডিকেলমুখী রুট ধরে ছোট ছোট মিছিল করে উদ্যানে প্রবেশ করেন।
জানা গেছে, রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ থেকে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে কর্মীদের ঢাকায় আনা হয়েছে। রাজধানীর বাইরে থেকে আসা নেতাকর্মীদের জন্য অন্তত ১৫টি পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
সমাবেশস্থলে সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনসহ সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। মাইকে অনুষ্ঠান সূচনা ঘোষণা দেন ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর। সমাবেশে ২০টি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
এদিকে সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মন্দির গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন এবং স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে স্টেজে নিয়ে যান।
দলটির আমির ডা. শফিকুর রহমান মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। জামায়াত এ সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারসহ কয়েকটি দাবি উপস্থাপন করবে বলে জানা গেছে।
আয়োজনে ওজু-নামাজ, টয়লেট ও মেডিকেল বুথের ব্যবস্থাও রাখা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবকবাহিনী মাঠে রয়েছে।
জানা গেছে, এ সমাবেশে দেশের সব কার্যকর রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী।