• ঢাকা সোমবার
    ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৯:৫০ পিএম

সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান

সিটি নিউজ ডেস্ক

একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় কিনা সে বিষয়েও শঙ্কা দেখা দিয়েছে। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। আর নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট এসব সংশয় একটি সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে পতিতরা দেশে স্বৈরাচার কায়েম করেছিল। দেশের নির্বাচনে ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল তারা। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে- বর্তমানেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। 

তিনি আরও বলেন, অনেকের মনে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কি না। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটে ফেলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছে। অথচ প্রতিনিয়ত একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথকে কঠিন করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকা আবশ্যক বলেও উল্লেখ করেন তিনি। 

আর্কাইভ