• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কারণে দেশে ফিরছেন তামিমদের ফিল্ডিং কোচ

প্রকাশিত: মে ১১, ২০২১, ০৮:৩৭ এএম

যে কারণে দেশে ফিরছেন তামিমদের ফিল্ডিং কোচ

ক্রীড়া ডেস্ক

ঈদের পরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। সেই লক্ষে ঈদের আগেই অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসরা। কিন্তু সিরিজ শুরুর আগেই দেশে ফিরে যাচ্ছেন ফিল্ডিং কোচ রায়ান কুক।

মঙ্গলবার (১১ মে) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি।

জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফিল্ডিং কোচ পাচ্ছেন না তামিম-তাসকিনরা।

চলতি বছর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে ফিল্ডিং বিভাগে খুবই বাজে অবস্থায় ছিল বাংলাদেশ দল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়তে হয়েছিল এই দক্ষিণ আফ্রিকান কোচকে।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফিল্ডিং নিয়ে আলাদাভাবে কাজ করছিলেন তিনি। কিন্তু সন্তানসম্ভবা স্ত্রীর অসুস্থতার খবরে দেশে ফিরে যাচ্ছেন কুক। দেশে ফিরলেও দুই সপ্তাহ কোয়েরেন্টিনে থাকতে হবে তাকে।  

জেডআই/এএমকে
আর্কাইভ