• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগ শেষ হচ্ছে আজ

প্রকাশিত: মে ১১, ২০২১, ০২:৩০ পিএম

বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগ শেষ হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ শেষ হচ্ছে মঙ্গলবার (১১ মে)। এদিন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ঈদের আগে শেষ দিনে মাঠে নামবে হেভিওয়েট দলগুলো। দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

দারুণ ছন্দে রয়েছে শেখ জামাল। ১৪ ম্যাচে ৯ জয় আর পাঁচ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা দলটি, ঈদের ছুটিতে যাবার আগে শেষ ম্যাচে চাইবে না পঁচা শামুকে পা কাটুক। 

কারণ প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ রয়েছে লিগের অবনমনের পথে। ১৫ ম্যাচে কোনো জয় নেই তাদের। ড্র করেছে মাত্র দুই ম্যাচে। পরাজয়ের স্বাদ পেয়েছে ১৩ বার। তাদের লক্ষ্য অন্তত একটি জয় ছিনিয়ে নিয়া। 

দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে শেখ রাসেল। ঠিক পরের অবস্থানেই আছে চট্টগ্রাম আবাহনী। দুই দলের গোল পার্থক্য মাত্র তিন। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট একসময়কার দাপট দেখানো দল রাসেলের। এক ম্যাচ বেশি খেলে চট্টলার দলটির অর্জন ২৫ পয়েন্ট। 

দিনের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সাইফ স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলা শুরু হবে রাত ৯টায়। ২০২০-২১ মৌসুমের শুরুতে আয়োজিত ফেডারেশন কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠে চমক দেখানো দল সাইফ স্পোর্টিং। 

কিন্তু লিগে সেই আবহ ধরে রাখতে পারেনি তারা। বারবার কোচ পরিবর্তন করেছে তারা। কিন্তু কাঙ্খিত ফলাফল পায়নি দলটি। এবারের বিপিএলে ১৫ ম্যাচ খেলে সাত জয়ের বিপরিতে পরাজয় ছয়টি। বাকি দুইবার করেছে ড্র। ঝুলিতে পড়েছে ২৩ পয়েন্ট। 

অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের যেন লিগে টিকে থাকাটাই গুরুত্বপূর্ণ। ২০০৩ সালে সবশেষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি। এরপর থেকেই বিলীন হতে থাকে তাদের পারফরমেন্স। চলমান বিপিএলের আসরে ১৪ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট তাদের। জয় মাত্র দুইটি। আর ড্র চারবার। পরাজয়ের সংখ্যাটা আট। 

হাসিব/সিআর/এএমকে
আর্কাইভ