• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসি সুপার লিগ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা

প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৩:০৫ পিএম

আইসিসি সুপার লিগ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার (১৬ মে) সকাল পৌনে ৯টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।

হোটেল সোনারগাঁওতে তিন দিনের জন্য রুম কোয়ারেন্টিনে থাকবে অতিথিরা। এর মধ্যে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে আগামী বুধবার (১৯ মে) থেকে অনুশীলন শুরু করবে মিকি আর্থার শিষ্যরা। 

করোনার মধ্যে ঘরের মাঠে এটি বাংলাদেশের দ্বিতীয় হোম সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছিল তামিম ইকবালের দল। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ২৩ মে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

দ্বিতীয়টি ২৫ মে, আর শেষটি হবে ২৮ মে। পরদিন ২৯ মে দেশে ফিরে যাবে লঙ্কানরা। 

হাসিব/এএমকে
আর্কাইভ