ঈদে নতুন সংসার সাজাতে ইএমআই সুবিধা দিচ্ছে হাতিল
সাংসারিক জীবনে পা রাখার শুরু থেকেই নিজেদের মনের মতো ঘর সাজানোর স্বপ্ন থাকে নতুন দম্পতির মনে। এবার ঈদুল আজহা উপলক্ষে নতুন সংসার সাজাতে শূন্য শতাংশ সুদে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) সুবিধা দিচ্ছে হাতিল।ছেলেবেলার পুতুল খেলার ছলে প্রত্যেকেই বেড়ে ওঠে সংসারজ্ঞান নিয়ে। ঘরের বড়দের অনুকরণে পুতুলের ঘর সাজাতে সাজাতে মনের ভেতর