কনটেন্ট ক্রিয়েটরদের টাকা দেবে টুইটার
ফেসবুক, ইউটিউবের মতো এবার কনটেন্ট ক্রিয়েটরদেরও টাকা দেবে টুইটার। প্রথম ধাপে টুইটারের কনটেট ক্রিয়েটরদের পাঁচ মিলিয়ন ডলার দেয়া হবে। শুক্রবার (৯ জুন) টুইটারের মালিক ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।মাস্ক বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের টাকা দেয়া হবে। তবে অবশ্যই ক্রিয়েটরের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হতে হবে। শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টকে বিজ্ঞাপন দেয়া হবে।গত