মেহজাবীন-আদনানের ইতালির রোমান্টিক স্মৃতি
তারকা অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব বর্তমানে শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত দম্পতি। বিয়ের পর নিজেদের ব্যক্তিগত সময়কে বিশেষভাবে উপভোগ করতে তারা বেছে নিয়েছেন ইতালির স্বপ্নিল পর্যটনকেন্দ্র ‘লেক কোমো’। ইউরোপের অন্যতম রোমান্টিক গন্তব্য হিসেবে খ্যাত এই লেকের পাড়ে কয়েকদিন কাটিয়েছেন তারা।হলিউড থেকে বলিউড, বহু তারকা দম্পতি লেক কোমোকে