বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন `রয়েল বেঙ্গল রহস্য`
বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন। সত্যজিৎ রায়ের কালজয়ী এই গোয়েন্দা চরিত্র এখন সিনেমাকে ছাপিয়ে দর্শকদের কাছে সিরিজ আকারেই বেশি জনপ্রিয়। লেখকের `রয়েল বেঙ্গল রহস্য` অবলম্বনে সিরিজটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম `হইচই`-তে মুক্তি পেতে চলেছে এটি।এটি মূলত `ফেলুদার গোয়েন্দাগিরি` সিরিজের তৃতীয় সিজন। সবশেষ দুর্গাপূজায় `আড্ডাটাইমস`-এ মুক্তি পেয়েছিল `ফেলুদা