আদর-পূজার সঙ্গে চমক হয়ে ধরা দিলেন ইমরান-আতিয়া
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও ইমরান মাহমুদুলকে কখনো বড় পর্দার গানে পারফর্ম করতে দেখা যায়নি তাকে। এবার সেটাই ঘটলো। আজাদ ও পূজা চেরির সিনেমার গানের সুবাদে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে ছিলেন অরেক সংগীতশিল্পী আতিয়া আনিসা।আজ বিকেল ৪টায় ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘টগর’