• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

‘বাংলাদেশি শিল্পীদের অভিনয় মুগ্ধ করে আমাকে’

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৫৯ এএম

‘বাংলাদেশি শিল্পীদের অভিনয় মুগ্ধ করে আমাকে’

বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই দুই বাংলার দর্শকের কাছে পরিচিত মুখ। শুধু নিজের কাজেই সীমাবদ্ধ নন তিনি, নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের নাটক ও সিনেমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের মুগ্ধতা ও ভালোবাসার কথা অকপটে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে সোহিনী বিশেষভাবে প্রশংসা করেন অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জুটির। তার ভাষায়, ‘নিশো আর মেহজাবীনের জুটি আমার দারুণ লাগে। বিশেষ করে নিশোর অভিনয় আমি খুব উপভোগ করি।’

বাংলাদেশের অভিনয়াঙ্গনের গুণী শিল্পীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা সবসময়ই আলোচনায় থাকেন। পাশাপাশি জয়া আহসান ও অপি করিমের অভিনয়ও তার কাছে ভীষণ প্রিয়।

সোহিনীর মতে, এপার বাংলা ও ওপার বাংলার দর্শকদের কাছে বাংলাদেশের অনেক অভিনয়শিল্পীর কাজই অসাধারণ। তিনি বলেন, ‘অনেক শিল্পীর অভিনয় আমরা সত্যিই চেটেপুটে উপভোগ করি।’ 

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী সরকার। একই সঙ্গে নুসরাত ইমরোজ তিশার অভিনয়ও তাকে মুগ্ধ করে বলে জানান তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও প্রশংসা করতে শোনা যায় তাকে।

ঢালিউড তারকা শাকিব খান সম্পর্কে সোহিনীর মন্তব্য, ‘শাকিব খান নিজেই একটি বড় নাম- এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।’ এছাড়া অভিনেতা আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেও ইতিবাচক স্মৃতি হিসেবে তুলে ধরেন এই টালিউড অভিনেত্রী।

আর্কাইভ