পঁচিশে মার্চ
ভয়ংকর এক রাত আজ কালো বীভৎস এক কালো ভাবনার রাতলোমহর্ষক দাঁত উঁচিয়ে বিকৃত এক মুখতাকিয়ে ছিল সবুজ মাটির দিকেঘুমিয়ে যে বোন স্বপ্ন দেখছিল স্বপ্নলোকে আকাশে আঁকা যত ছিল আলপনা আমাদেরগুঁড়িয়ে দিয়েছিল তুফান কালো মেঘতারপরনিমিষেই ছিন্নভিন্ন হলো ভালোবাসার মুখচারদিকে রক্তলাশের ওপর পড়ে আছে হাজারো নারীর লজ্জাএক চিমটি মাটি নেই যেখানে ছিলবিপ্লবী মানুষের কাঙ্ক্ষিত