কতো কষ্ট বুকে ধরে রাখি
কতো কষ্ট জমা হয় প্রতিদিন নিরবে দু`টো চোখের জলে ডুবে যায় নদী লবণাক্ত নদীতে ডুবে রাখি আঁখি তবু ফুরোয় না দিনগুলো বুকে ধরে রাখি।কতো রাত ঘুম জমা হয় জেগে থাকে একটি মানুষ তার দু`টো চোখ কোন আশায় থাকে জেগে আঁখি তবু ফুরোয় না আশাগুলো বুকে ধরে রাখি।কতো হাঁটি শেষ হয় নাকো পথনির্বাক বোধ গুলো উঁকি দেয়