
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১১:১০ পিএম
ফুল পুড়ে যায়
দগ্ধ শিশুরা ছটফট করে
একজন মাহেরিন আগুন যুদ্ধে পুড়ে যায় মুখ ...
কতো সন্তান তার সাহসের আঁচলে বেঁচে গোলো -বাঁচলো না মমতাময়ী মায়ের সোনালী সুখ।
সেখানে কাঁদেন সাথী
সেখানে খুঁজেন বাবা তার সন্তান -আদরের জান
নিষ্ঠুর কতো ক্যামেরা ঘুরে ছবি নিতে নিহতের প্রাণ।
দেখেছে সবাই..
কতোজন যন্ত্রনায় ছটফট করে
সেখানে দাঁড়িয়ে ছবি তোলে টিকটক
মৃত্যু নয় -নেই মানবতা,
একদল তোলে বিভৎস মূহুর্তের দৃশ্যপট।
ততোক্ষণে পুড়ে হারিয়ে গেছে সম্ভাবনার সব আশা।
এতো প্রাণ গেলো
ফুল পুড়ে গেছে
নির্বাক ঘটনাস্থলে অন্যদের নেই ভালোবাসা।
এমন মর্মান্তিক মৃত্যু
কখনো দেখিনি আগে....
কখনো দেখিনি এতো ফুল পুড়ে যায়
কখনো দেখিনি এতো কান্না
চোখের পানি চোখেতে শুকায়।
বাইশ জুলাই/দুই হাজার পঁচিশ।