
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:০৭ পিএম
আমি বোবা এখন পুড়ে যাওয়া মৃত্যু উপত্যকায়
বাগানের এতো ছিন্ন ভিন্ন ফুল গুলো বিমূর্ত এখন
সূর্য ওঠে নির্লজ্জ ভাবে চেয়ে দেখে
এতো পাপড়ি ঝরে গেলো
কিছু দায়িত্বে আসে না আমার।
এক নিঃশ্বাসে বহে গেলো মৃত্যুর মিছিল
এতো আহাজারি
এতো কান্না
এতো শোক পাড়ি দেবে জাতি
আর তো পারি না
কবিতা হয় না..
নিজেকে লুকিয়ে রাখি বিকট চিৎকারে ঢাকি।
চব্বিশ জুলাই/দুই হাজার পঁচিশ