প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৫৬ পিএম
বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন। সত্যজিৎ রায়ের কালজয়ী এই গোয়েন্দা চরিত্র এখন সিনেমাকে ছাপিয়ে দর্শকদের কাছে সিরিজ আকারেই বেশি জনপ্রিয়। লেখকের `রয়েল বেঙ্গল রহস্য` অবলম্বনে সিরিজটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম `হইচই`-তে মুক্তি পেতে চলেছে এটি।
এটি মূলত `ফেলুদার গোয়েন্দাগিরি` সিরিজের তৃতীয় সিজন। সবশেষ দুর্গাপূজায় `আড্ডাটাইমস`-এ মুক্তি পেয়েছিল `ফেলুদা ফেরত` সিরিজের দ্বিতীয় সিজন `যত কাণ্ড কাঠমাণ্ডুতে`।
শুক্রবার (৬ ডিসেম্বর) ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার মুক্তি পেয়েছে সিরিজটির। আগের দুই সিজনের মতোই ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। এছাড়া জটায়ু এবং তোপসে হচ্ছেন যথাক্রমে অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তীও।
এই সিরিজের আগের দুই সিজন পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি। `দার্জিলিং জমজমাট` ও `ভূস্বর্গ ভয়ঙ্কর` বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।
উল্লেখ্য, এর আগে ‘রয়েল বেঙ্গল রহস্য’ দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে।