• ঢাকা মঙ্গলবার
    ২০ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রিজভী

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৩৬ পিএম

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রিজভী

সিটি নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনোদিকে ঢলে পড়ে তাহলে সেটা মানুষের পুরোনো আশঙ্কা। এটা আমাদের কাম্য নয়। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ও পরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহম্মেদ এসব কথা বলেছেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো.  রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ অসলামসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

মেডিকেল ক্যাম্পে শতাধিক বিশেষায়িত ডাক্তার দিয়ে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আর্কাইভ