• ঢাকা মঙ্গলবার
    ২০ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জনের মনোনয়ন পত্যাহার, ঝালকাঠি দুটি আসনে ১৯জন বৈধ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জনের মনোনয়ন পত্যাহার, ঝালকাঠি দুটি আসনে ১৯জন বৈধ

ঝালকাঠি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে ডা. মাহমুদা মিতুসহ চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারের পত্র জমা দেন।

ঝালকাঠি-১  আসনে ১২জন, ঝালকাঠি-২ আসনে ৭জন প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচনে প্রতিদন্ধীতা করবেন। এরমধ্যে ঝালকাঠি -১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল (ধানেরশীষ), জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক (দাড়িপাল্লা),  ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী (হাতপাখা), জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল সোহরাব হোসেন (মশাল), জনতা দলের জসিম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টি (জেপি/ বাই সাইকেল) মাহিবুল ইসলাম মাহিম, সাব্বির আহমেদ (বিএনপির স্বতন্ত্র প্রার্থী), মঈন আলম ফিরোজী স্বতন্ত্র (বিএনপি), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (ট্রাক), কর্নেল মোস্তাফিজুর রহমানের (স্বতন্ত্র/বিএনপি নেতা) ও জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান।

এবং ঝালকাঠি -২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানেরশীষ), জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), এনপিপির ফোরকান হোসেন (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ (মশাল), গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর, সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র) জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মনোনয়ন প্রত্র প্রত্যাহারের শেষ দিনে দুইটি আসনে ৪জন প্রার্তী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় দুটি আসনে ১৯ জন চুড়ান্ত বৈধ প্রার্থী রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রার্থীদের সরে দাঁড়ানোর ফলে সংশ্লিষ্ট দুই আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, মনোনয়ন প্রত্যাহারের এই সিদ্ধান্ত ভোটের মাঠে নতুন হিসাব-নিকাশ তৈরি করবে এবং প্রার্থীদের শক্তি-সমীকরণে প্রভাব ফেলবে।

মনোনয়ন প্রত্যাহারের খবরকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা নতুন মাত্রা পেয়েছে।

আর্কাইভ