• ঢাকা বুধবার
    ১৫ মে, ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১

দেবীগঞ্জ পৌর নির্বাচনে কেন্দ্রে পাঠানো হলো ভোটিং সরঞ্জাম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৭:৫৬ পিএম

দেবীগঞ্জ পৌর নির্বাচনে কেন্দ্রে পাঠানো হলো ভোটিং সরঞ্জাম

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন শুরু হচ্ছে সোমবার (২০ সেপ্টেম্বর) এই পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে কেন্দ্র করে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের ইলেক্ট্রিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটিং সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে।

সময় পৌর নির্বাচনের ৯টি কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসারদের মাঝে ভোটিং সরঞ্জাম তুলে দেন দেবীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।

অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় ভোটে জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের চারটি মোবাইল টিম দুটি স্ট্রাগাল টিম ছাড়াও বিজিবির ৩টি ্যাবের ৩টি টিমসহ কয়েক শতাধিক আইনশৃঙ্খলাবাহিনীসহ আনসার সদস্যরা উপস্থিত থাকবেন বলে উপজেলা রিটার্নিং অফিসার জানান।

দিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে প্রথমবারের মতো মোট ভোটাধিকার প্রয়োগ করছেন ১০ হাজার ৯১৪ জন। এর মধ্যে নারী রয়েছে হাজার ৫৭৮ জন পুরুষ রয়েছে হাজার ৩৩৬।

নূর

আর্কাইভ