• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে ভোটে জিতেই ইউএনওকে হুমকি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১০:১০ পিএম

পঞ্চগড়ে ভোটে জিতেই ইউএনওকে হুমকি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দিয়ে নিস্তার পাবেন নাবলে বক্তব্য দিয়েছেন আজগর আলী নামের এক নবনির্বাচিত চেয়ারম্যান। ইতোমধ্যে তার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজগর আলী গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দন্ডপাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা পদে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।

এদিকে, ৬ জানুয়ারি আজগর আলীর নিজ গ্রাম শান্তি নগরে এক আনন্দ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্যে তিনি ইউএনওকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউএনও মহোদয় আপনি জেনে রাখুন; আপনি নিস্তার পাবেন না রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রোষানল থেকে। আপনার প্রশাসনের কুত্তারা নির্বাচনে যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে- যে ষড়যন্ত্র করেছিলেন তা আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। আর বাদ বাকিটা জনগণই হারে হারে আপনাদেরকে বুঝিয়ে দেবে।’

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী বলেন, ‘ভোটের দিন আমার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপির খবর শোনা যায়। কেন্দ্রে ফলাফল দিচ্ছিল না প্রশাসন। এ জন্য আমার কর্মীরা সেখানে প্রতিবাদ করে। পরে পুলিশ আমার কর্মীদের ওপর লাঠিচার্জ করে। স্বয়ং ইউএনওর হাতেও লাঠি ছিল। এজন্য ইমোশনালি আমি ওই বক্তব্যটি দেই।’

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, ‘আমি ওই বক্তব্যটি সংগ্রহ করেছি এবং শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। আপাতত বক্তব্যটি ওই ইউপি চেয়ারম্যানের দেয়া বলেই মনে হয়েছে।’

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দন্ডপাল ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে চার হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হন আজগর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের জামেদুল ইসলাম। তিনি পেয়েছিলেন চার হাজার ৮৮২ ভোট।

জেডআই/ডা

আর্কাইভ