বরিশাল ব্যুরো
বরিশালের ১০০ দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি প্রদানের আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় ২০২১ সালে দেশব্যাপী কয়েক হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে বরিশাল জোনে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে। শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়। করোনায় ক্ষতিগ্রস্ত ওই সকল পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে। তার অংশ হিসেবে কয়েক হাজার শিক্ষার্থীকে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের এ সহায়তা।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন