• ঢাকা শুক্রবার
    ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০২:৪২ পিএম

নীলফামারীতে পরিবহন ধর্মঘট অব্যাহত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয় এবং আজ শনিবার (২৯ অক্টোবর) তা অব্যাহত রয়েছে। প্রশাসনিক হয়রানি ছাড়াও তিন চাকার যানবাহনসহ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৩৬ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর মোটর মালিক সমিতি।

রংপুরে বিএনপির গণসমাবেশকে ঘিরে রংপুর বিভাগীয় বাস মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকেই নীলফামারী জেলার সব রুট থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সৈয়দপুরে শত শত বাস আটকা পড়েছে। এখান থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে ধর্মঘট ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক আবদুল গফুর সরকার বলেন, ‍‍`গণসমাবেশ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। পরিবহন বন্ধ রাখা গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ। তবে যত বাধাই আসুক আমরা সব উপেক্ষা করে রংপুর মহাসমাবেশে পৌঁছাব।‍‍`

তিনি বলেন, ‍‍`রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে দুইদিনের পরিবহন ধর্মঘট থাকায় ট্রেনে করে রংপুরে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। ডোমার ও ডিমলার নেতা-কর্মীরা পায়ে হেটে সমাবেশে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।‍‍`

ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, ‍‍`ডোমার, ডিমলা ও নীলফামারীর কোনো বাস বা মাইক্রোবাস আমাদের কাছে ভাড়া দিচ্ছে না। আমরা পরিবহন মালিক ও নেতাদের সঙ্গে আলোচনা করেছি তারা আমাদের জানান, গাড়ি ভাড়া দেওয়া যাবে না উপরের চাপ রয়েছে। তাই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা প্রায় তিন হাজার নেতাকর্মী ট্রেনে করেই রংপুর যাচ্ছি।‍‍`

 

এসএএস/এএল

আর্কাইভ