• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০২:০৩ এএম

দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা-দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে দর্শনা সরকারি কলেজ মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার ১শ জন প্রতিবন্ধীর মাঝে বিনামুল্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান আলোচ্যক হিসাবে উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দর্শনা পৌর সভার মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শিকড় সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আদিব জামাল, জেসিআইয়ের পরিচালক মুনতাসির আজগার আকাশ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা সমাজের অন্যতম ব্যাক্তি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সমাজে যে সমস্ত বিত্তবান মানুষ আছে তারা যদি সকলে প্রতিবন্ধীদের সহযোগিতা করে তা হলে তারাও একদিন সমাজে মাথা উর্চু করে দাঁড়াতে পারবে। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মিঠুন মাহমুদ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ