প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৩:৩৪ পিএম
ফেনীর সোনাগাজীর নবাবপুর অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার আমির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ে জাল ভোটের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ বলেন, প্রিজাইডিং অফিসার উপরের নির্দেশে জাল ভোট দিচ্ছে। প্রতিবাদ করলে উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আমির হোসেন জানান, অল্পের জন্য রক্ষা পেলাম। আমার গায়ে হাত তুলতে উদ্যত হন তিনি। আমি ৩৬ বছর যাবত ভোটের দায়িত্ব পালন করেছি। কখনো এ পরিস্থিতির শিকার হইনি।
ফেনী ৩ আসনের তৃণমূলের প্রার্থী সোনালী আশ প্রতীকের আজিম উদ্দিন জানান, প্রায় প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও অনিয়মের হচ্ছে।
এদিকে সোনাগাজী ও ফুলগাজী, ছাগলনাইয়াতে জাল ভোট ও অনিয়মের অভিযোগ ১৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জাকির হাসান।
সাজেদ/