• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন বৈষম্য নিরসনে জরুরি পদক্ষেপের তাগিদ কোভ্যাক্সের

প্রকাশিত: মে ২১, ২০২২, ১০:১৯ পিএম

ভ্যাকসিন বৈষম্য নিরসনে জরুরি পদক্ষেপের তাগিদ কোভ্যাক্সের

আন্তর্জাতিক ডেস্ক

ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ভ্যাকসিন বৈষম্য নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। এ উদ্যোগের তরফ থেকে বলা হয়েছে, এই বৈষম্যের কারণে এখনও পৃথিবীতে মানুষের মৃত্যু হচ্ছে, মহামারি দীর্ঘায়িত হচ্ছে এবং আরও মারাত্মক ভ্যারিয়েন্ট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে।

শনিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কম আয়ের দেশগুলোতে মাত্র ১৮ শতাংশ জনগোষ্ঠী এক ডোজ টিকা পেয়েছে। সে তুলনায় বেশি আয়ের দেশগুলোর ৮০ শতাংশ মানুষ অন্তত এক ডোজ টিকা পেয়েছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু কম আয়ের দেশে স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অনেকেই টিকা পাচ্ছেন না। অন্যদিকে ধনী দেশের তরুণ, স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্করাও বুস্টার ডোজ গ্রহণ করছে।

এই বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে কোভ্যাক্স।

কোভ্যাক্স জানিয়েছে, ৯১টি কম আয়ের দেশের জন্য প্রয়োজনীয় ডোজ টিকা তাদের কাছে রয়েছে। এসব দেশের ঝুঁকিতে থাকা মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।


এফএ
আর্কাইভ