• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৩৫

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৪:৫৬ পিএম

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ হাজারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষ রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৮২ জন। দেশটিতে কাজ করা জাতিসংঘ মিশন এই তথ্য় জানিয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় সংস্থাটি  জানায়, ওই হামলায় কাবুল সরকার এখন পর্যন্ত যে পরিমাণ হতাহতের সংখ্যা প্রকাশ করেছে, তার চেয়ে সেই সংখ্যা অনেক বেশি। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। সবার পরিচয় নিশ্চিত করা জরুরি। ন্যায়বিচার আবশ্যক বলেও জানায় তারা।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিলেন।

এর আগে পশ্চিম কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে ২০২০ সালের বোমা হামলায় ২৪ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছিল আইএস-এর সহযোগী সংগঠনের সদস্যরা। এরপর ২০২১ সালের গত মে মাসে দাশত-ই বারচিতে একটি স্কুলের কাছে হামলায় ৮৫ জন নিহত হয়।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ২০২১ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর সরকার গঠন করে তারা। দেশটির অর্থনৈতিক অবস্থা এখনো ভঙ্গুর। চরম খাদ্যঝুঁকিতে রয়েছে দেশটির কয়েক লাখ মানুষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

 

এআরআই

আর্কাইভ