• ঢাকা সোমবার
    ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

‘ইসরায়েলবিরোধী হলে অন্য কোথাও চাকরি খোঁজেন’

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৫:২১ পিএম

‘ইসরায়েলবিরোধী হলে অন্য কোথাও চাকরি খোঁজেন’

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের সবচেয়ে বড় ডিজিটাল পত্রিকা অ্যাক্সেল স্প্রিঞ্জারের ভবনের সামনে এতদিন ইউরোপিয়ান, জার্মান বার্লিন পতাকা পতপত করে উড়ত। গত মে মাসে সেখানে যোগ হয় ইসরায়েলের পতাকা। বিষয়টি কর্মচারীরা পছন্দ করেননি। তারা এর বিরোধিতা করেছেন।

কর্মচারীদের বিরোধিতাও পছন্দ হয়নি অ্যাক্সেল স্প্রিঞ্জারের প্রথম নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ডোফনডারের। তিনি এসব কর্মচারীদের সতর্ক করে বলেছেন, পত্রিকার বাইরে উত্তোলন করা ইসরায়েলের পতাকার ব্যাপারে যারা অভিযোগ করেছেন, তাদের উচিৎ চাকরি ছেড়ে দেয়া। অন্য কোথাও চাকরি খুঁজে নেয়া উচিৎ তাদের। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে পত্রিকার ১৬ কর্মচারীকে তিনি একথা বলেন।

ভিডিও কনফারেন্সে অ্যাক্সেল স্প্রিঞ্জারের অধীনে কাজ করা সমগ্র বিশ্বের কর্মচারীদের প্রথম নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমার ধারণা আমি আপনাদের সঙ্গে খোলামেলাভাবেই কথা বলি। কোনো ব্যক্তি যদি মনে করেন যে, ইসরায়েলের পতাকা উত্তোলনের ব্যাপারে তার আপত্তি আছে, তার উচিৎ চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি খোঁজা।

বার্লিনভিত্তিক অ্যাক্সেল স্প্রিঞ্জার হলো ইউরোপের সর্ববৃহৎ ডিজিটাল পত্রিকা। পশ্চিম জার্মানিতে এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। তারা বিল্ড, ডাই ওয়েল্ট, বিজনেস ইনসাইডার, পলিটিকো ইউরোপ অন্য অনেক সংবাদ মাধ্যমের মালিক। ছাড়া ইসরায়েলের সর্ববৃহৎ বিজ্ঞাপনের ওয়েবসাইট ইয়াদ--এর মালিক।

কোম্পানির কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে। তার একটি হলো- তারা ইহুদিদের সমর্থন করে এবং রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায়।

শামীম/এএমকে

আর্কাইভ