• ঢাকা বুধবার
    ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

হামাসের হামলায় মার্কিন নাগরিক হতাহত নিয়ে মুখ খুলছে না দূতাবাস

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০১:৩৩ এএম

হামাসের হামলায় মার্কিন নাগরিক হতাহত নিয়ে মুখ খুলছে না দূতাবাস

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। নজিরবিহীন এ হামলার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের বেশি।

তবে হামাসের হামলায় কতজন আমেরিকান নাগরিক হতাহত ও নিখোঁজ রয়েছেন সে বিষয়ে ইসরাইলে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, এ বিষয়ে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়ে হামাস। হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস।

হামাসের হামলার জবাবে পালটা বিমান হামলা চালিয়েছে ইসরাইল বিমান বাহিনী। এতে ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলের অধিকৃত তিন স্থানে বোমা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে লেবাননেও পালটা ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

অপরদিকে মিসরে ইসরাইলি পর্যটকদের একটি বাসে হামলা করেছেন এক পুলিশ সদস্য। এতে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলি নাগরিক ও তাদের মিসরীয় গাইড নিহত হয়েছেন। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ