• ঢাকা রবিবার
    ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:৫৯ পিএম

জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিটি নিউজ ডেস্ক

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি জার্মানি সফরে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে জার্মানির বাণিজ্য মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি . উলরিচ নুসবামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার ( সেপ্টেম্বর) সাক্ষাতকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশ এবং জার্মানির মধ্যে গত দশ বছরে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টি আলোচনা করেন।

মাননীয় মন্ত্রী বাংলাদেশের মেগা প্রকল্প এবং গার্মেন্টস সেক্টরে জার্মানিকে বিনিয়োগের আহ্বান করেন। সময় জার্মান মন্ত্রী বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেন।

পরবর্তীতে পৃথক আরেকটি সৌজন্য সাক্ষাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। মন্ত্রী তাকে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে জার্মানির সহযোগিতা কামনা করেন। ্যাপারে জার্মান সরকারের সহযোগিতা থাকবে বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান জার্মান প্রতিমন্ত্রী।

বাংলাদেশে অত্যাধুনিক -পাসপোর্ট প্রবর্তনে সহযোগিতার করায় জার্মান প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান আসাদুজ্জামান খান এমপি। জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জার্মানির দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় মাননীয় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, বাংলাদেশ দূতাবাস জার্মানির মান্যবর রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূইঁয়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রমুখ।

সবুজ/এএমকে

আর্কাইভ