• ঢাকা মঙ্গলবার
    ১৩ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়াল দুই লাখ ৩২ হাজার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:০৮ পিএম

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়াল দুই লাখ ৩২ হাজার

সিটি নিউজ ডেস্ক

আগের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের স্বর্ণ বা ২২ ক্যাারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে।

সোমবার (১২ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম-ও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা।

আর্কাইভ