• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নীল দরিয়াতে কবুতরের সঙ্গে ইয়াবা পাচার, বিজিবির হাতে আটক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৬:৫৩ পিএম

নীল দরিয়াতে কবুতরের সঙ্গে ইয়াবা পাচার, বিজিবির হাতে আটক

কক্সবাজার প্রতিনিধি

নীল দরিয়া নামের যানবাহনে কবুতরের সঙ্গে ইয়াবা পাচারের ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৩শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে ওই মাদক কারবারিকে আটক করে ২ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী নীল দরিয়া পরিবহনের একটি গাড়িতে তল্লাশিকালীন সময়ে এক ব্যক্তির আচরণ সন্দেহ হলে তাকে গাড়ি থেকে নামানো হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সঙ্গে থাকা কবুতরের খাঁচায় অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ২৮ লাখ ১২ হজার ৫শ’ টাকা মূল্যমানের ৯ হাজার ৩শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কক্সবাজারের করলিয়া এলাকার মো. ইউসুফ আলীর পুত্র মো. ওসমান গনিকে (২৮) আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এস/ডাকুয়া

আর্কাইভ