• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

শিবচরে ২৫ জেলেকে ২ দিনের কারাদণ্ড

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৭:১৪ এএম

শিবচরে ২৫ জেলেকে ২ দিনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৫ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ২ দিনের কারাদণ্ড   প্রদান করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) ভোর ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শিবচর উপজেলার কাঠালবাড়ি, বন্দরখোলা ও চরজানাজাত এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, শিবচর থানা ও নৌপুলিশ এ অভিযানে অংশ নেয়।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, অভিযানে পদ্মানদী থেকে ২৫ জেলেকে আটক করা হয়। এ সময় ৫৫ হাজার ৬ শত মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকল জেলেকে ২ দিনের কারাদণ্ড প্রদান করে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান ,'মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পদ্মায় অভিযান চলছে। আমাদের উদ্দেশ্য জেলেদের জেল দেওয়া না, মা ইলিশ সংরক্ষণ করা।

রফিকুল/মাদারীপুর/জেডআই

আর্কাইভ