• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে সহিংসতা : ১০ আসামি ২ দিনের রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ১২:৫৪ এএম

পীরগঞ্জে সহিংসতা : ১০ আসামি ২ দিনের রিমান্ডে

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আরও ১০ আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহীদুর রহমান।

 

তিনি জানান, মাঝিপাড়ায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নতুন ১০ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এই ১০ আসামির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সে কারণে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডলকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

 

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, রিমান্ড পাওয়া ১০ জনের মধ্যে আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুক ওরফে টনেট (২৪) নামে দুজন আসামি রয়েছে। তারা জামায়াত-শিবির কর্মী। এর আগে দুই দফায় ৫০ আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। নতুন করে আরও ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

 

টিআর/এম. জামান

আর্কাইভ