• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘খালেদা জিয়ার সমস্যা হলেই বিদেশ যাওয়ার জিকির তোলে বিএনপি’

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৩:৪০ এএম

‘খালেদা জিয়ার সমস্যা হলেই বিদেশ যাওয়ার জিকির তোলে বিএনপি’

চট্টগ্রাম ব্যুরো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার পেটে-হাঁটুতে বা অন্যকোনো সমস্যা হলেই বিদেশ নিয়ে যাওয়ার জন্য জিকির তোলে বিএনপি। কিন্তু কেন, সেটাই প্রশ্ন। শনিবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ডে শংকট মঠের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সভা শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হয়, আইন-আদালত কোনো কিছুরই দরকার নেই, সরকার চাইলেই খালেদা জিয়াকে  বিদেশে পাঠাতে পারে। আসলে নিজেরা তো কোনো আইন আদালত মানেন না, সেই কারণেই তারা এ ধরনের লাগামহীন ও দায়িত্বহীন কথা বলেন। 

খালেদা জিয়ার অসুখ হলেই বিদেশ কেন নিয়ে যেতে হবে-এমন প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, দেশে লাখ লাখ মানুষের চিকিৎসা হয়, দেশে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়সহ অনেক ভালো প্রাইভেট হাসপাতাল আছে। যেখানে অনেক ভালো চিকিৎসা হয়। অন্যদেশ থেকেও এখানে অনেকক্ষেত্রে চিকিৎসা নিতে আসে। বেগম খালেদা জিয়ার পেটে-হাঁটুতে বা অন্যকোনো সমস্যা হলেই বিদেশ নিয়ে যাওয়ার জন্য তারা জিকির তোলেন কেন, সেটাই প্রশ্ন। 

সাম্প্রদায়িক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজার সময় যারা দেশে বিবেদ সৃষ্টি করতে চেয়েছে তারা স্বাধীনতার শত্রু। এদের পূর্ব পুরুষ আমাদের স্বাধীনতা চাইনি, তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এখনও পাকিস্তানি ভাবধারা মনে ধারণ করেন। অসাম্প্রদায়িক রাষ্ট্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

অনুষ্ঠানে শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীমৎ পরমানন্দ মহারাজ। এতে আরও  বক্তব্য রাখেন বিমল কান্তি দাশ, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, দুলাল দে প্রমুখ। 

জেডআই/এএমকে

আর্কাইভ