প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৬:১৭ এএম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারী ওয়ার্ডের বাথরুমের কমোড থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের ক্লিনার নারী ওয়ার্ডের ওয়াশরুম পরিষ্কার করতে গেলে কমোডে একটি নবজাতকের লাশ দেখতে পায়। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, নবজাতকটির কোনও পরিচয় জানা সম্ভব হয়নি। শনিবার দিবাগত রাতের কোনও এক সময় শিশুটি ফেলে রাখা হয়েছে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি। বাইরে থেকে কেউ নবজাতকটি এনে হাসপাতালের ওয়াশরুমে ফেলে গেছে বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক ডা. মো শহিদুল্লাহ।
সদর থানা পুলিশের এসআই জাহিদ বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি।
সাজেদ/