• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৭:০৭ এএম

পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে বুধবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে দোলা সরকার (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। পুলিশ দুপুরে মিরুখালী বাজারের ভাড়া বাসা থেকে দোলা সরকারের লাশ উদ্ধার করেছে। 

দোলা সরকার এবছর মিরুখালী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। দোলা স্থানীয় পরিবার পরিকল্পনা সহকারী ঝর্ণা রানী চিত্রকরের একমাত্র মেয়ে। তার বাবা দিলিপ সরকার ভান্ডারিয়ায় নিজ গ্রাম ধাওয়া রাজপাশার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা মিরুখালী বাজারে ডা. নুরুল আমিনের বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকত।

পারিবারিক সূত্রে জানা যায়, দোলা সরকার বরিশাল অমৃতলাল কলেজে এইচএসসিতে ভর্তির জন্য ৩ বার চেষ্টা করে বিফল হয়ে অভিমান করে। মা-বাবা কর্মস্থলে থাকায় একা বাসায় ফ্যানের হুকে ওড়না দিয়ে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবী করছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।     
  
সাজেদ/
আর্কাইভ