• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উলিপুরে মৌমাছির কামড়ে ৩২ কবুতরের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৪:৫৬ এএম

উলিপুরে মৌমাছির কামড়ে ৩২ কবুতরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের লিপুরের তবকপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে মৌমাছির কামড়ে ৩২টি কবুতর মারা গেছে। এ সময় ৬টি গরু, ২টি ছাগলসহ তিন ব্যক্তি আহত য়েছেন।

আহতরা হলেন ফারাজিপাড়া গ্রামে ইউপি সদস্য রাধানাথ বর্মন (৫৫) মা সুরোবালা (৭০) স্ত্রী পূর্ণিমা রাণি (৫০)

বুধবার ( মার্চ) বিকালে উপজেলার তবকপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের ইউপি সদস্য রাধানাথ বর্মনের বাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য রাধানাথ বর্মনের বাড়ির উঠানের আম গাছের মগডালে বড় একটি মৌচাক ছিল। বুধবার বিকালে হঠাৎ ওই মৌচাকে য়েকটি বাজপাখি হানা দেয়। এতে মোমাছিগুলো দিকবিদিক ছোটাছুটি শুরু রে। এ সময় মৌমাছিগুলো কবুতরের ওপর আক্রমণ রে। এতে ৩২টি কবুতর মারা যায়। এ ছাড়া মৌমাছির কামড়ে ৬টি গরু, ২টি ছাগল মেম্বারসহ তার রিবারের তিন সদস্য আহত হয়। মৌমাছির তাণ্ডবে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

প্রতিবেশী ভুষন বর্মন জানান, খবর পেয়ে ছুটে এসেছি, কিন্তু উপায় তো নেই। মৌমাছির কামড়ের ভয়ে আমরাও ভীত ছিলাম। মৌমাছির আক্রমণ দেখে আমরা সরে গেছি।

বিষয়ে ইউপি সদস্য রাধানাথ বর্মন লেন, ‘আম গাছের আড়ালে যে মৌমাছির চাক ছিল এটা আমরা কেউই জানতাম না। বুধবার হঠাৎ রে বাজপাখির আক্রমণে মৌচাকটি ভেঙে ড়ে আমাদের আক্রমণ রে। আমার পোশমানা ৩২টি কবুতর মারা যায়। কবুতরগুলোর জন্য খুব খারাপ লাগছে বলে জানান তিনি।’

এএমকে

আর্কাইভ