• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সিলেটে ৪টি ঝুঁকিপূর্ণ বিপনি বিতান বন্ধ ঘোষণা

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:২৬ পিএম

সিলেটে ৪টি ঝুঁকিপূর্ণ বিপনি বিতান বন্ধ ঘোষণা

সিলেট ব্যুরো

সিলেট নগরীর চার বিপনি বিতান ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন। এ চারটি ভবন আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল। এগুলো হচ্ছে- মিতালি ম্যানশন, সিটি মার্কেট, মধুবন সুপার মার্কেট ও রাজা ম্যানশন। 

ঘন ঘন ভূমিকম্পের কারণে নগর কর্তৃপক্ষ রোববার (৩০ মে) জরুরি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করে ব্যবসায়ীদের আগামী ১০ দিন মার্কেট বন্ধ রাখার অনুরোধ জানান মেয়র আরিফ। 

এ সময় মেয়র জানান, সিলেট নগরীতে দফায় দফায় ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এসব ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে আগামী কয়েকদিন ঝুঁকিপূর্ণ সব মার্কেট অন্তত ১০ দিন বন্ধ রাখতে হবে।

মেয়র আরিফ সাংবাদিকদের জানান, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশন, রাজা ম্যানশন ও বন্দরবাজারের সিটি সুপার এবং মধুবন সুপার মার্কেট আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত। এভাবে সিলেট নগরীর সব ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আগামী ১০ দিন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বাসাবাড়ির বাসিন্দাদেরও আগামী ১০ দিন অন্যত্র থাকতে হবে।

সিলেটে শনিবার ও রোববার ভোররাতে কয়েক দফা ভূমিকম্পের পরপরই নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এরই মধ্যে নগরীতে এ রকম ২৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। 

এদিকে মেয়রের নির্দেশনার পর এ বিষয়ে করণীয় সম্পর্কে বৈঠকে বসেছেন মার্কেটগুলোর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

টিআর/এম. জামান/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ