• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গাইবান্ধায় অবৈধভাবে মজুত করা ৮‍‍`শ বস্তা সার জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:১৪ পিএম

গাইবান্ধায় অবৈধভাবে মজুত করা ৮‍‍`শ বস্তা সার জব্দ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ৮‍‍`শ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮‍‍`শ বস্তা টিএসপি সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ-বিন-শফিক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ উপস্থিত ছিলেন।

এ সময় গোডাউন মালিক শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সারগুলো প্রকৃত দরে কৃষকদের মাঝে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়িতে বিপুল পরিমাণ টিএসপি সার অবৈধভাবে মজুত করা আছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই বাড়ির নিচতলার গোডাউনে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ টিএসপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।‍‍`
 

আর্কাইভ