• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্নীতি মামলায় নোয়াখালীতে পোস্টমাস্টারের ৯ বছরের কারাদণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:৪৭ পিএম

দুর্নীতি মামলায় নোয়াখালীতে পোস্টমাস্টারের ৯ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামে এক পোস্টমাস্টারকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ. এন এম মোশেদ খান এ রায় দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে আদালত।

শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে এর ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার। 

দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আসামি শ্রীবাস চন্দ্র দে ৬ জন আমানতকারীর কাছ থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশ বইতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করে। এ অর্থ আত্মসাত করায় দণ্ডবিধি ৪০৯/৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা সুবেল আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রায় চলাকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 এআরআই

আর্কাইভ