• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেল ৮ ছাত্র

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০২:৪৫ এএম

টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেল ৮ ছাত্র

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে পড়ে আটজন ছাত্র পেল বাইসাইকেল।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে তাদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাক ব্যক্তিগত উদ্যোগে এই বাইসাইকেলগুলো দেন। এভাবে মোট ৪০ জনের মাঝে তিনি সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, স্থানীয় ইউপি সদস্য সহিজ উদ্দিন আদু, মসজিদের কোষাধ্যক্ষ প্রভাষক মো. আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান দশচিড়া গ্রামে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আর্কাইভ