• ঢাকা রবিবার
    ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আহসানউল্লাহ মাষ্টারের ৭৩তম জন্মদিনে ঘর পেলেন বৃদ্ধ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৯:৩৩ পিএম

আহসানউল্লাহ মাষ্টারের ৭৩তম জন্মদিনে ঘর পেলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক শ্রমিক নেতা গাজীপুরের জনপ্রিয় রাজনীতিক শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭৩তম জন্মদিনে ঘর উপহার পেয়েছেন এক বৃদ্ধ।

বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ৩১ নং ওয়ার্ডের জামতলা এলাকার শীর্ণ কুটিরের বাসিন্দা কোরবান আলী ও তার স্ত্রী নতুন ঘর পেয়ে শোকরিয়া আদায় করেছেন।

ঘরটি উপহার দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জিকু।  

ঘর পেয়ে বৃদ্ধ দম্পতি বলেন, আল্লাহ জাহাঙ্গীর আলম জিকুকে নেক হায়াত দান করুক। সারা জীবন যেন এমনি করে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন তিনি এ কামনাই করি।

স্থানীয়রা জানান, জিকু নিজের অর্থায়নে অসহায় গরিব দুঃখীদের অটোরিকশা, সেলাই মেশিন, খাদ্যসামগ্রী বিতরণ করে থাকেন। এ বিষয়ে জিকু বলেন, আমি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে আছি। আমি এলাকার অসহায় মানুষকে ঘর, অটো রিকশা, সেলাই মেশিন দিয়ে খুব আনন্দ পাই।

এসময় উপস্থিত ছিলেন মতিন ভান্ডারী, দেলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, তাইজুল ইসলাম প্রমুখ। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
 

আর্কাইভ