• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৫ রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্রে সুপারিশ, ইউপি সদস্যকে অব্যাহতি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৯:২৫ এএম

৫ রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্রে সুপারিশ, ইউপি সদস্যকে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় পাঁচ রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনে শনাক্তকারী হয়ে সিল ও সই দিয়ে সুপারিশ করায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অব্যাহতি করা হয়েছে।

ওই ইউপি সদস্যের নাম তাপস কুমার হোড় (৪৯)। তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি গত সোমবার ইস্যু করা হয়।

ইউএনও মো. আনিচুর রহমান বলেন, তদন্তে এ জালিয়াতির ঘটনায় ইউপি সদস্য তাপস কুমার হোড়ের সংশ্লিষ্টতার বিষয়ে সুস্পষ্ট তথ্যপ্রমাণ পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ