 
              প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১১:১৬ পিএম
 
                 
                            
              কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেলকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২২ মার্চ) ভোররাতে সদর থানাধীন বৌলাই জালালাবাদ এলাকা থেকে আবু ছায়েম রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আবু ছায়েম রাসেল করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ভাটিগাংটিয়া এলাকার মৃত আবু সাদেকের ছেলে।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান আবু ছায়েম রাসেল।
র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আবু সায়েম রাসেল ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারনামীয় আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার নামে করিমগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      