প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৩৯ পিএম
জুলাই সনদের আইনী আদেশ জারি এবং সেই সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোটসহ পি.আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা জামায়াতে ইসলামের নেতাকর্মীরা প্রথমে স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হন এবং পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাঙ্গণে ফিরে মিছিল শেষ হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভা আমীর ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফেরদৌস আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। তারা জোর দিয়ে দাবি করেন, পি.আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং খুনি ফ্যাসিস্টদের বিচার এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সংস্কার করা হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তারা দেশের জনগণকে একত্রিত হয়ে জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার আহ্বান জানান এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তি কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানান।