• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

৩ মাসে ভারতফেরত বাংলাদেশি সাড়ে ৬ হাজার

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৩:২৪ এএম

৩ মাসে ভারতফেরত বাংলাদেশি সাড়ে ৬ হাজার

দেশজুড়ে ডেস্ক

করোনার মধ্যেও ভারত থেকে গত তিন মাসে ছয় হাজার ৫৬৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। এরা সবাই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। একই সময়ে বাংলাদেশ থেকে ভারত গেছেন প্রায় দুই হাজার ১২০ জন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুজিবুর রহমান সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় এসব জানান।

চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি বলেন, 'কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র নিয়ে গত ২৬ এপ্রিল থেকে ২৬ জুলাই পর্যন্ত অর্থ্যাৎ তিন মাসে ছয় হাজার ৫৬৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত রয়েছেন ১৭ জন। অন্যদিকে বাংলাদেশ থেকে দুই হাজার ১২০ জন ভারতীয় ও বাংলাদেশি ভারতে গেছেন। তাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।'

তিনি বলেন, 'ভারতে যাওয়া যাবে সপ্তাহে সাত দিন। ফেরা যাবে তিন দিন।'

ভারতফেরত যাত্রীরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকছেন জানিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী বলেন, 'এসব পাসপোর্ট যাত্রীকে বেনাপোলের ১৪টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এছাড়া ঝিকরগাছার গাজিরদরগা, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, মাগুরা ও ঝিনাইদহে কয়েকটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রয়েছে। যাত্রীর পরিমাণ বাড়লে সেখানেও রাখা হয়।'

তিনি বলেন, 'ভারতফেরত নারীদের নিরাপত্তায় পৃথক কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে যশোর শহরের রেল রোডের জয়তী সোসাইটিতে। কোয়ারেন্টিনে নারী পুলিশ সদস্যের সঙ্গে সেখানকার নারী স্বাস্থ্যকর্মীরা দায়িত্বপালন করছেন। করোনা পজিটিভ ও গুরুতর অসুস্থদের যশোর জেনারেল হাসপাতাল ও বক্ষব্যাধিসহ অন্য হাসপাতালে রেফার্ড করা হয়।'

যেসব যাত্রী করোনায় আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী।

সম্রাট
আর্কাইভ