• ঢাকা শনিবার
    ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য: সালাউদ্দিন

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:৫৩ পিএম

বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য: সালাউদ্দিন

খুলনা প্রতিনিধি

বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। 

তিনি বলেন, আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বাসেডর।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের এবং একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস। চোরতন্ত্রের ওয়ারিশি এই ব্যবস্থা শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে।

সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার সময়ে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, জনতার রক্তের যে প্রত্যাশা বা আকঙ্ক্ষা সেটিকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ- এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। 

আর্কাইভ