• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ঢাবি অ্যালামনাইয়ের মিলনমেলা স্থগিত

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৯:১৩ পিএম

ঢাবি অ্যালামনাইয়ের মিলনমেলা স্থগিত

সিটি নিউজ ডেস্ক

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১৪ ১৫ জানুয়ারি এই মিলনমেলা হওয়ার কথা ছিল।

সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ১৫ জানুয়ারি ২০২২ তারিখেরশতবর্ষের মিলনমেলা' অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সদস্যদের জানিয়ে দেয়া হবে।

নূর/এম. জামান

আর্কাইভ